ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৪ PM
ক্লাস শুরুর দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ক্লাস শুরুর দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ © টিডিসি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা অতি দ্রুত ক্লাস শুরুর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে, এদিনই দুপুর থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এসময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, সংশ্লিষ্টদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু হচ্ছে না। অতি শীঘ্রই ক্লাস শুরু করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করা হবে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়। একইসঙ্গে সাবজেক্ট ও কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। সেদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদেরকে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয় এবং ভর্তি শেষে ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা জানানো হয়। 

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫