ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ, ফিরে গেল সেনাবাহিনীর গাড়ি

০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ PM
সেনাবাহিনীর গাড়ি ও ইডেন ছাত্রীদের বিক্ষোভ

সেনাবাহিনীর গাড়ি ও ইডেন ছাত্রীদের বিক্ষোভ © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় সেনাবহিনীর দুটি গাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বাধা দেন ছাত্রীরা। পরে সেনাবাহিনীর গাড়ি ফিরে যায়। 

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার পর কলেজের ২ নম্বর গেটের আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বেলা ১১টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধের সময় সেনাবাহিনীর দুটি গাড়ি আটকে পড়ে। এ সময় সেনা সদস্যরা সড়ক ছেড়ে দেওয়ার আহবান জানালেও আন্দোলনরত ছাত্রীরা সেটি প্রত্যাখ্যান করেন। পরে সেনাবাহিনীর গাড়ি দুটি ফিরে যায়।

আন্দোলনকারীরা ৫ দফা দাবিগুলো হলো: ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা বহাল রাখা, ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা, এবং কলেজকে একমাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা। শিক্ষার্থীরা বলছেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫