জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কবে, যা জানা গেল

১৬ নভেম্বর ২০২৫, ১০:২২ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ফাইনাল পরীক্ষা সম্ভাব্য আগামী ঈদের পর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র।

আজ রবিবার (১৬ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষার ফরম ফিলআপ এখনও সম্পন্ন হয়নি। সাধারণত ফরম ফিলআপ শেষ হওয়ার তিন মাস পর জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণ করে থাকে। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

আরও পড়ুন: অনার্স ৪র্থ বর্ষের উত্তরপত্র পুনঃর্মূল্যায়নের আবেদনের সুযোগ, প্রতিপত্র ফি ১২০০

ওই কর্মকর্তা বলেন, নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই শুরু হবে রমজান মাস। রোজা রেখে শিক্ষকরা পরীক্ষার হলে গার্ড দিতে অনীহা প্রকাশ করেন। সব মিলিয়ে মাস্টার্সের ফাইনাল পরীক্ষা আগামী ঈদের আগে হওয়া সম্ভবনা নেই। ফলে সম্ভাব্য তারিখ হিসেবে ঈদের পর পরীক্ষা আয়োজনের কথা ভাবছে বিশ্ববিদ্যালয়।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করেছে। তবে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তি কার্যক্রম শুরু করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ইনকোর্স পরীক্ষা ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে ১৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫