জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২১ অক্টোবর ২০২৫, ১০:০১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। দিবসটি উপলক্ষে গাজীপুর মূল ক্যাম্পাসে সকাল ১১টায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহর নেতৃত্বে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গাজীপুর মূল ক্যাম্পাসে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ভবন, প্রবেশদ্বার ও আশপাশের এলাকা সাজানো হয়েছে রঙিন ব্যানার, বেলুন ও ফেস্টুন দিয়ে।

১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের ২,২৫৭টি কলেজকে অধিভুক্ত করেছে। এসব কলেজে অধ্যয়ন করছে ৩৫ লাখের বেশি শিক্ষার্থী, যা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার বিকেন্দ্রীকরণ, মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় প্রতিষ্ঠার পর থেকে অগ্রণী ভূমিকা পালন করছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫