জামায়াতের বিবৃতি

‘নাহিদ ইসলামের কাছে এমন বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’

১৯ অক্টোবর ২০২৫, ১১:০৯ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১১:১০ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক দেওয়া স্ট্যাটাসকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর উল্লেখ করে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রবিবার (১৯ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। আমি জনাব নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

এর আগে, রবিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাসে লেখেন, জামায়াতে ইসলামীর উদ্যোগে শুরু করা তথাকথিত ‘প্রপোরশনাল রেপ্রেজেন্টেশন (পিআর) আন্দোলন’ কোনো সংস্কার আন্দোলন নয় বরং এটি ছিল এক সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। 

নাহিদ ইসলামের অভিযোগ, এই আন্দোলন সচেতনভাবে কনসেনসাস কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে এবং জাতীয় সংলাপকে মানুষের আবেগপূর্ণ আন্দোলনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করতে পরিকল্পিত হয়েছিল। মূলত রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠন বিষয়ক আলোচনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল এ আন্দোলনের উদ্দেশ্য।

তিনি বলেন, ভোটের প্রপোরশনাল রেপ্রেজেন্টেশনের ভিত্তিতে একটি ‘আপার হাউস’ প্রতিষ্ঠার দাবি সংবিধানিক সুরক্ষার অংশ হিসেবে ধারণা করা হয়েছিল। আমরা এমন মূলগত সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তোলার এবং জুলাই চাটারের আইনি কাঠামো জাতীয় সহমতের মাধ্যমে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলাম।

তবে নাহিদ ইসলাম উল্লেখ করেন, জামায়াত ও তাদের মিত্ররা এ এজেন্ডা দখল করে এটিকে কেবল একটি প্রায়োগিক পিআর ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য তা ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনওই সংস্কার ছিল না; বরং তা ছিল কৌশলগত প্রতারণা।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫