জুলাই সনদ স্বাক্ষরের প্রতিক্রিয়ায় যা বললেন নাহিদ

১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ অনুষ্ঠানকে ‘জাতীয় ঐক্য’ নয় বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় শ্রমিক শক্তি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয় না। আজকেও ‘জুলাই সনদ’ নামে একটি সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করছে। তারা এটিকে জাতীয় ঐক্য বলছে, কিন্তু আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়।’

এর আগেই, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত দেড়টার দিকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা এই সনদে অংশ নিচ্ছে না। দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি তৈরি হচ্ছে না, কেবল আনুষ্ঠানিকতা মাত্র, তাই আমরা এতে অংশ নিচ্ছি না। আমরা বহুবার আইনি ভিত্তির দাবি জানিয়েছি।’

তবে তিনি জানান, এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, এবং কমিশনের পরবর্তী আলোচনায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে দলটি ভবিষ্যতে সনদে স্বাক্ষরের বিষয়ে বিবেচনা করবে।

অন্যদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি। সেখানেই জুলাই জাতীয় সনদ ২০২৫-এ  স্বাক্ষর করেন তাঁরা।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি)  ছাড়াও বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

 

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫