প্রাথমিকের ৮৪ শতাংশ নতুন বই প্রস্তুত

২৩ নভেম্বর ২০২৫, ০১:১২ PM
প্রাথমিকের নতুন বই ছাপার কাজ চলছে জোরেসোরেই

প্রাথমিকের নতুন বই ছাপার কাজ চলছে জোরেসোরেই © টিডিসি সম্পাদিত

নতুন শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সাড়ে আট কোটি নতুন বই পাবে। এর মধ্যে ৮৪ শতাংশের বেশি ইতিমধ্যে ছাপা হয়ে গেছে। চলতি মাসের মধ্যেই বাকিগুলোর কাজও শেষ হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিটিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা চলতি বছর ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি নতুন বই পাবে। এর মধ্যে ৭ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার প্রস্তুত হয়ে গেছে। মান নিয়ন্ত্রণের পিডিআই সম্পন্ন হয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ৮৯১ কপির, যা মোট প্রস্তুত বইয়ের ৮৮ দশমিক ৩০ শতাংশ।

ছাপা হয়ে যাওয়া নতুন বইয়ের ১১ দশমিক ৭০ শতাংশের পিডিআই বাকি আছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে ৭ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৭৫২টি। সবমিলিয়ে ৮৪ দশমিক ২২ শতাংশ বইয়ের কাজ সম্পন্ন হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দেওয়ার দাবি, যা বলছে কর্তৃপক্ষ

এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ ছাপা হওয়ায় নতুন বই কেন্দ্রগুলোতে চলে যাবে। প্রাথমিকের শিক্ষার্থীরা সময়মতো বই পাবে।’ ছাপার কাজ পুরোদমে চলছে বলেও জানান তিনি।

কল সেন্টার এজেন্ট নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গভীর রাতে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা: ঢাকা-ময়মনসিংহ রুটে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ: কুবি শিক্ষককে সাময়িক বহিষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জুলাই শহীদের মা-যোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন ডা. খালিদুজ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ভাড়া বাসায় চলবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম, ‘সং…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা মাওলানা ভাসানীর নাতির
  • ২৮ ডিসেম্বর ২০২৫