ভূমিকম্পে আতঙ্ক

এক সপ্তাহের মধ্যে নতুন ক্যাম্পাসে অস্থায়ী আবাসনের কাজ শুরুর দাবি জবি শিবিরের

২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৫ AM
শিবিরের লোগো

শিবিরের লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন সংকট সমাধানে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শবিবার () রাতে সংগঠনটির অফিশিয়াল পেইজে এই দাবিগুলো উপস্থাপন করা হয়।

আগামী দুই দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের উদ্যোগ নেয়া ও এক সপ্তাহের মধ্যে নতুন ক্যাম্পাসে অস্থায়ী আবাসনের কাজ শুরু করা সহ চার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের উদ্যোগ নিতে হবে। ভবন সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালনার আহ্বান জানানো হয়।

দ্বিতীয় দাবি হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণ কাজ শুরু এবং ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে তা সম্পন্ন করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা চাই, নতুন বছরেই আমাদের ভাইয়েরা নিজস্ব আবাসন পাক।”

এছাড়া আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে উল্লেখ করে সংগঠনটি জানায়, এ ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি চলবে না। চতুর্থ দাবি হিসেবে ১৫ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশের দাবি জানানো হয়।সংগঠনটি দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কছে মুখ্য বিষয়।  আমাদের বেশিরভাগ ভবনই ঝুকিপূর্ণ। এসব ভবন সংস্কার করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট বাকি দাবিগুলোও দ্রুত সময়ের মধ্যে পূরণ করার আহ্বান জানাচ্ছি। 

ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আখতার হোসেনকে আসন ছাড়লেন রংপুর মহানগর জামায়াতের আমির
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সরে দাঁড়ালেন এনসিপির আরও এক নেত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইবিএ-জেইউর ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ ডিসেম্বর ২০২৫