ডাকসু নেতার স্ট্যাটাস

এনসিপিকে জোটে নেয়ায় কিছু ‘ছোটলোক’ লেজুড় ধরে সংসদে চলে আসতে পারে!

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM
এ বি জুবায়ের

এ বি জুবায়ের © সংগৃহীত ও সম্পাদিত

ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেছেন, ‘এনসিপিকে জোটে নেয়ায় জামায়াত রাজনৈতিক অঙ্গনে স্ট্যাবিলিটির ক্ষেত্রে ইন-ফিউচার কিছুটা বেনিফিট পাবে। কিন্তু জামায়াত বেনিফিট পেলেও জাতি হিসেবে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হইতে পারি। কারণ এই জোট হওয়ার কারণে বেশকিছু ছ্যাঁচড়া, ছোটলোক পোলাপাইনও জামায়াতের লেজুড় ধরে সংসদে চলে আসতে পারে। এরা সংসদে আসলে আমার দৃষ্টিতে সংসদের আর মান থাকে না ’ 

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে এ বি জুবায়ের লেখেন, সরি, বাট এটাই আল্টিমেট রিয়েলিটি। এনসিপিতে আমার ভাই হাসনাত আবদুল্লাহ আছেন, আখতার ভাই আছেন। এরকম কয়েকজন জেম আছেন যারা দেশ ও জাতির সম্পদ। দেশের জন্যই তাদের সংসদে আসা জরুরি। 

তিনি আরও লেখেন, আমি খুব করে চাই তারা সংসদে আসুক। কিন্তু সমস্যা হচ্ছে তাদের সাথে কিছু ছ্যাঁচড়া টাইপের চরম ছোটলোকও আছে যারা সংসদে আসলে সংসদকে জাস্ট একটা চিড়িয়াখানা মনে হবে। 

তিনি প্রশ্ন রাখেন, ‘এইটারে ঠিক কী বলা যায়? জোটের যাকাত?’

স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা জানালেন প্রাথমিকের মহাপর…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআনখানি খতমসহ নানা কর্ম…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও ৬৪ দিন, তালিকা দেখুন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীরবের মনোনয়নপত্র জমা, পরদিন বিএন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১০ জানুয়ারি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া ছিলেন চীনা জনগণের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫