মনোনয়ন ফরম তুললেন তারেক রহমান

২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলটির নেতাকর্মীরা। বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান।

রোববার (২১ ডিসেম্বর) সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম তোলেন দলটির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিষয়টি নিশ্চিত করেছে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির নেতারা দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়) থেকে মনোনয়ন ফরম কিনেছেন।’

যদিও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন: হাদির কবরের পাশে কুকুরের ছবিটি বানোয়াট: পুলিশ

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫