খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন

১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন ডা. জাহিদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল।

এতে বলা হয়েছে, ‘আজ বিকাল ৪টায় এভার কেয়ার হাসপাতালে সামনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, গত রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। সে সময় তিনি বলেন, ‘ম্যাডাম আগের মতোই আছেন। বলা যায়, সর্বশেষ মেডিকেল বোর্ডের বিবৃতির মাধ্যমে যে আপডেট জানানো হয়েছিল, এখনও অবস্থা তেমনই রয়েছে। বড় কোনো উন্নতি নেই, আবার অবনতিও হয়নি। এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর ফলাফল এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।’

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ৮০ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫