এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম নেই রিকশাচালক সুজনের

১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ PM
জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন

জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই তালিকায় নাম নেই গত বছরের জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজনের। 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় প্রাথমিকভাবে ১২৫ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কিন্তু তালিকায় নাম নেই রিকশাচালক সুজনের।

গত ২০ নভেম্বর ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসনে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। প্রার্থীর তালিকায় তার নাম না থাকলেও, তার সেই আসনে প্রার্থী দেয়নি এনসিপি।  

আরও পড়ুন : হাসনাত-সারজিস নির্বাচন করবেন কোন আসনে, বিএনপি-জামায়াতের প্রার্থী কারা

এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দল।

প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির নেতারা আরও জানান, আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। ঘোষিত প্রার্থী তালিকায় কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তদন্ত সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল করা হবে। 

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫