হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জানা গেছে, হাসনাতের আসনে বিএনপি থেকে লড়বেন সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি দেবিদ্বার আসন থেকে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন ও ২০০১ সালে টানা চারবার সাংসদ নির্বাচিত হন।
এই আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
অন্যদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই আসনে জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।