বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কর্মী খুন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট © সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. নয়ন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন আলী শিবগঞ্জের নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর অতর্কিত হামলা চালায় একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়। রামেকে নেওয়ার পর চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।
নয়ন আলীর মৃত্যুর পর রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা নিহতের বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে বলে পরিবারের অভিযোগ। অগ্নিকাণ্ডে বাড়ির একটি অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের দাবি, নিহত নয়ন আলী স্থানীয় বিএনপি নেতা আশরাফের ঘনিষ্ঠ ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, এমনকি ধর্ষণের অভিযোগও ছিল। একাধিক স্থানীয় সূত্র বলছে, চাঁদা ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ এবং দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জেরে বিএনপি নেতা আশরাফেরই প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড এবং পরবর্তী অগ্নিসংযোগে জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগ তদন্তাধীন।
নয়নের মা অভিযোগ করে বলেন, সাত্তার, বাবুল (ঝাপড়া), খাইরুল (ঝাপড়া), ঢোড়বোনা গ্রামের সাহেব, রাজ্জাক, সুমনসহ আরও অনেকে তার ছেলেকে হত্যা করেছে। তিনি জানান, হামলাকারীরা তাদের বাড়িতে আগুন দিয়ে লুটপাটও চালিয়েছে। স্থানীয় সূত্র বলছে, নিহত নয়নের মায়ের উল্লেখ করা ব্যক্তিরা সবাই বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ সহচর।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। আধিপত্য বিস্তার নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।