নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাউদ্দিন আহমদ

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখছেন © টিডিসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে একটি দল রাজনীতি করছে। তিনি বলেন, দেশের মানুষের, জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের বড় এবং পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।

সোমবার (০৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট খামাড়বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন এ দিনের কর্মসূচি উদ্বোধন করেন।

বিএনপির প্রভাবশালী এই নেতা বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই, জনগণের কল্যাণের জন্য দলের সুষ্ঠু পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে। সেজন্য জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে।

তিনি বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হবো।

সালাহউদ্দিন বলেন, মুজিবকন্যা হাসিনা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করলেন—মুখোশ গণতন্ত্র, ভেতরে বাকশাল। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করলেন। ১৪, ১৮, ২৪ সালে অগণতান্ত্রিক শাসন পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয়, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে। জনগণ আমাদের কাছে কি চায়—তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ—অর্থনৈতিক মুক্তি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে—সেটা জনগণের সামনে রাখা।

এদিকে, মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়েছে বিএনপির ঘোষিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি। সোমবার ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউট মিলনায়তনে শুরু হয়েছে দিনের কর্মসূচি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতে সভাপতিত্ব করছেন। ৭দিন ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানাবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার।

দিনের দ্বিতীয় সেশনের বিকালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।

 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫