ধানের শীষের আশায় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ PM
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সেলিম

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সেলিম © সংগৃহীত

অবশেষে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পাওয়ার প্রত্যাশায় নিজের গড়া দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন সেলিম। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ লক্ষীপুরের রামগঞ্জ বিএনপির কয়েক নেতা।

বিএনপিতে যোগ দেয়ার বিষয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমাদের দল বিলুপ্ত করে আমি বিএনপিতে যোগদান করেছি। ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে। পরে চট্রগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরিস্থিতির কারণে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। কিন্তু আমি সব সময় হৃদয়ে বিএনপিকে ধারণ করতাম। ২০১২ সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে রাজনীতি করে আসছি।

বিএলডিপির যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে সেলিম প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপৎভাবে রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি। আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে থেকে বিজয়ী করে আনতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ থেকে। তিনি ১২ দলেীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সেলিম আজকে বিএনপিতে যোগদান করেছেন। লক্ষীপুর জেলার পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, এক সময় শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ছিল। চট্রগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ছাত্রদলও করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে গুঞ্জন রয়েছে। 

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫