ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন নরেন্দ্র মোদি

০৭ আগস্ট ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩১ AM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © এনডিটিভি

যেন ভাঙবেন, তবুও মচকাবে না নীতিতে ভারত। ট্রাম্প-নীতির বিরুদ্ধে উল্টো জানিয়ে দিলেন, ‘কোনো আপস নয়।‘ ৬ আগস্ট ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত বাড়তি শুল্ক কার্যকরের বিষয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনও আপস করা হবে না। তিনি জানেন, এর জন্য তাকে ‘মূল্য চুকাতে হবে’, তবুও কৃষকদের স্বার্থরক্ষায় তিনি প্রস্তুত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কখনোই আপস করবে না। আমি জানি, এর জন্য আমাকে বড় মূল্য দিতে হবে। তবুও আমি প্রস্তুত আছি। ভারত দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে।’

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখায় ভারতের রপ্তানিপণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী ২৭ আগস্ট থেকে নয়াদিল্লিকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এর আগে ২০ জুলাই যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে মোদি সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মস্কো থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর এই শুল্ক আরোপ অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’

আরও পড়ুন: ট্রাম্প-চাপে পিষ্ট ভারতের পাশে রাশিয়া

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘আমরা ইতোমধ্যেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমাদের আমদানি সম্পূর্ণ বাজার-নির্ভর এবং আমাদের লক্ষ্য ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এ কারণে যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক আরোপ অত্যন্ত দুর্ভাগ্যজনক। নয়াদিল্লি তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছিল। সেই ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারত পাকিস্তানে ‘অপারেশন সিন্দূর’ পরিচালনা করেন। এরপর থেকেই ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি তিনিই করিয়েছেন। কিন্তু মোদি সরকার সেই দাবি নাকচ করে দেয়।

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫