ট্রাম্প প্রশাসনের আদেশে গুগল ম্যাপে নাম পরিবর্তন, ক্ষুব্ধ মেক্সিকো

১৫ মে ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
গুগল ম্যাপ

গুগল ম্যাপ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপে ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ রাখায় গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে মামলা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন। 

শেইনবাউম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপসাগরের এই নাম পরিবর্তনের আদেশ কেবল যুক্তরাষ্ট্রের জলসীমার জন্য প্রযোজ্য এবং যুক্তরাষ্ট্র সরকারের এ সমুদ্র অঞ্চলের পুরো নাম পরিবর্তনের কোনো অধিকার নেই। আমরা কেবল চাই, যুক্তরাষ্ট্র সরকারের জারিকৃত আদেশ যেন তার সীমার মধ্যেই প্রযোজ্য থাকে।

এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ করেছে কোম্পানিটি।

এর আগের মাসেই এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল গুগল। ওই সময় কোম্পানিটি বলেছিল, কেবল যুক্তরাষ্ট্র সরকারের ‘জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সিস্টেম’ বা জিএনআইএস-এ নামটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হওয়ার অপেক্ষায় রয়েছে তারা, যা যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নামকরণের জন্য ফেডারেল ও জাতীয় মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

বিবিসি প্রতিবেদনে লিখেছে, ওই সময় গুগলকে একটি চিঠি দিয়েছিল মেক্সিকো সরকার। যাতে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার আগেই বিষয়টি পুনর্বিবেচনা করে কোম্পানিটি।

মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় গুগল বলেছিল, দেশভেদে কোনো জায়গার স্থানীয় নাম ভিন্ন হলেও গুগল ম্যাপে আনুষ্ঠানিক নাম দেখানোর দীর্ঘদিনের রীতি অনুসরণ করছে তারা। মেক্সিকোতে এখনও এ উপসাগরের নাম ‘গালফ অফ মেক্সিকো’ হিসেবেই দেখানো হয়।

তবে এ দুটো দেশের বাইরের ব্যবহারকারীদের জন্য এই উপসাগরের নাম দেখানো হয় ‘গালফ অফ মেক্সিকো’ হিসাবে।

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫