সুপারিশপ্রাপ্তদের বদলি চালুর দাবিতে আল্টিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা

০৫ অক্টোবর ২০২৫, ০২:৪৮ PM
এনটিআরসিএ সুপারিশে নিয়োগপ্রাপ্তদের সংবাদ সম্মেলন

এনটিআরসিএ সুপারিশে নিয়োগপ্রাপ্তদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্তদের বদলি চালুর দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা। একইসঙ্গে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন ইউনিটি অব টিচার্স এর মুখপাত্র এএইচ বাবলু।

লিখিত বক্তব্যে এ এইচ বাবলু বলেন, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চালুর জন্য আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। এ সময়সীমার মধ্যে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা না হলে আগামী ২৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৫ অনুসারে দুরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নীতিমালার ৭নং ধারার মাধ্যমে পরবর্তী নিয়োগে আবেদন করে তাদের কর্মস্থল পরিবর্তন করে বাড়ির কাছাকাছি যেতে পারতেন। 

শিক্ষা মন্ত্রণালয় সুবিধাভোগীদের সঙ্গে কোনও প্রকার আলোচনা ছাড়া ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে হঠাৎ করে বিকল্প কোন পথ না রেখে ৭ নম্বর ধারা বন্ধ করে দেয় অভিযোগ করে তিনি বলেন, এর ফলে এনটিআরসিএ কর্তৃক দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আর বাড়ির পাশে ফেরার কোনো সুযোগ না পেয়ে হতাশায় নিমজ্জিত হন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত: ইউজিসি চেয়ারম্যান 

তারা বিরামহীনভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরগুলোতে যোগযোগ অব্যাহত রাখেন এবং বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন জানিয়ে এ এইচ বাবলু বলেন, তিন বছর এ চেষ্টার পর ২০২৪ সালে ডিসেম্বরে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর আদেশে শিক্ষামন্ত্রণালয় একটি বদলী নীতিমালা প্রণয়ন করে।

এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলী নীতিমালা ২০২৪ অনুযায়ী বদলি বাস্তবায়নের জন্য শিক্ষকরা বার বার কর্মকর্তাদের অনুরোধ করার পরও তারা ২০২৫ এর সেপ্টেম্বর থেকে বদলি নীতিমালা বাস্তবায়নের কথা বলে আসছিল। 

১৫ সেপ্টেম্বর শুন্য পদের তালিকা প্রকাশের কথা থাকলেও তারা অক্টোবর মাস শুরু হলেও তা করতে পারেনি জানিয়ে তিনি বলেন, এখনও শিক্ষকরা বার বার অনুরোধ করার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এ অবস্থায় আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ না করা হলে ২৩ আগস্ট প্রেস ক্লাবে কর্মসূচি পালন করা হবে।

খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বা…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালা আপনার জামাই হতে চাই’— পুতুলকে দেখার পরই শাশুড়িকে সরাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫