চীন সফরের বিস্তারিত নিয়ে রাষ্ট্রপতি উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ AM
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি সম্পন্ন হওয়া তার চীন সফরের বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়।

এর আগে সরকারি সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২১ আগস্ট চীনে যান এবং ২৮ আগস্ট রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের পিএলএ সদরদপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি জেনারেল চেন হুইর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সম্ভাব্য সহায়তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে তিনি পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাস, প্রশিক্ষণ সুবিধাদি ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বুধবার যাত্রীদের জন্য থাকবে মেট্রোরেলের বিশেষ সার্ভিস
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মেয়েদের উপবৃত্তি দেওয়া শুরু করেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত ২৮ দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর
  • ৩০ ডিসেম্বর ২০২৫