যমুনা সেতুতে ত্রিমুখী সংঘর্ষে দেড় ঘণ্টা স্থবির যান চলাচল

২৪ আগস্ট ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
যমুনা সেতুতে ত্রিমুখী সংঘর্ষ

যমুনা সেতুতে ত্রিমুখী সংঘর্ষ © টিডিসি

সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পর পর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ দেড় ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। ফলে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়। 

রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে যমুনা সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক-কাভার্ডভ্যান-দুধবাহী গাড়ি একটি আরেকটির পেছনে ধাক্কা দিলে, এই যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সেতু পশ্চিম থানার পুলিশ জানায়, ভোরের দিকে দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে পেছনে থাকা দুধবাহী গাড়িটি এসে জড়িয়ে পড়ে। এতে তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি। কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত যানবাহনগুলো সরিয়ে নিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়েছিল। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো অপসারণ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বহিষ্কারের দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ ব…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫