স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখেছেন সারোয়ার— ফেসবুক স্ট্যাটাসে নীলা ইসরাফিল

০৯ আগস্ট ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
নীলা ইসরাফিল ও ফেসবুক স্ট্যাটাস

নীলা ইসরাফিল ও ফেসবুক স্ট্যাটাস © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছেন বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সদস্য নীলা ইসরাফিল। অভিযোগে তিনি বলেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় রশিদে স্বামীর নামের জায়গায় নিজের নাম লেখেন সারোয়ার। শনিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন নীলা।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি নীলা ইসরাফিল। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে।’

নীলা আরও লিখেছেন, ‘এটা কোনো “ভুল” নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন।’

তিনি ইউডিএইচআরের ধারার বিষয় উল্লেখ করে পোস্টে লিখেন, ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে। হাসপাতালের নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, অবিলম্বে ঘটনার তদন্ত করা হোক। দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক, আমার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা হোক এবং রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই।

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫