মাদ্রাসা শিক্ষকদের বাড়ি ভাড়ার তথ্য মন্ত্রণালয়ে পাঠাল অধিদপ্তর, কত টাকা দরকার?

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন; সে সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে. এম শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠির প্রেক্ষিতে আমরা একটি আর্থিক তথ্য বিবরণী তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পরবর্তীতে মন্ত্রণালয় এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে।’

মাদ্রাসা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মাদ্রাসা শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২০ শতাংশ করতে কত টাকা দরকার সে সংক্রান্ত বিবরণী তৈরি করা হয়েছে। বিবরণীটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ছকের মতো করেই তৈরি করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ দিতে বছরে ৩৩৯ কোটি ৬০ কোটি টাকা প্রয়োজন। সে হিসেবে প্রতি মাসে অতিরিক্ত দরকার ২৮ কোটি ৩০ লাখ টাকা। 

 ১০ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে অতিরিক্ত ৪২৯ কোটি ৬০ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ৩৫ কোটি ৮০ লাখ টাকার মতো লাগবে।  ১৫ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ৬০৮ কোটি ৪০ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ৫০ কোটি ৭০ লাখ টাকার মতো লাগবে।  

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী ২০ বাড়ি ভাড়া ২০ শতাংশ করতে এক বছরে অতিরিক্ত দরকার ৯০৭ কোটি ২০ লাখ টাকা। সে হিসেবে প্রতি মাসে অতিরিক্ত দরকার ৭৫ কোটি ৬০ লাখ টাকা।

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫