২ মাস পর বার্ষিক পরীক্ষা, এখনো ৫ বিষয়ের বই পায়নি ১৭১ শিক্ষার্থী

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ PM
অধ্যক্ষের রুমে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঠ্যবই

অধ্যক্ষের রুমে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঠ্যবই © টিডিসি

দুই মাস পর বার্ষিক পরীক্ষা। এখনো ৫ বিষয়ের বই পায়নি ১৭১ শিক্ষার্থী। বই না পেয়ে মাদ্রাসায় নিয়মিত আসছে না তারা। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরাবাদ আলিম মাদ্রাসা। 

জানা গেছে, কাদিরাবাদ আলিম মাদরাসায় শিক্ষক সংখ্যা ১৭ জন, শিক্ষার্থী ১৭১ জন। এ ছাড়াও আলিম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় আসছেন না বলে অভিযোগ রয়েছে। 

শিক্ষার্থীরা জানায়, বার্ষিক পরীক্ষার বাকি মাত্র দুই মাস। কিন্তু আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আকাইদ, ইসলামের ইতিহাস, বাংলা ব্যাকরণের পাঠ্যবই পায়নি তারা। একাধিকবার বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি মাদ্রাসাটির অধ্যক্ষ। 

সরিজমিনে দেখা যায়, মাদ্রাসার অধ্যক্ষের রুমে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু বই। অধ্যক্ষের টেবিলের পাদানিতে সারি করে রাখা হয়েছে পাঠ্যবই।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম, সাব্বির নাদিম ও তার সহপাঠীরা বলেন, ‘সব মাদ্রাসায় আরবি, আকাইদ ও বাংলা ব্যাকরণ বই থাকলেও আমারা পাইনি। তাই পাশের মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে বই ফটোকপি করে এনে পড়ছি। দুই মাস পর আমাদের বার্ষিক পরীক্ষা। কিভাবে পরীক্ষা দেব তা বুঝতে পারছি না।’

নবম শ্রেণির শিক্ষার্থী হালিমা, হিমা ও খাদিজা বলেন, ‘একদিকে বই নেই, অন্যদিকে ক্লাস না হওয়ায় এখন মাদরাসায় আসতে মন চাই না। পরীক্ষায় ওইসব বিষয়ে কিভাবে পরীক্ষা দেব?’

মাদ্রাসাটির অধ্যক্ষ মো. আব্দুল আজিজ বলেন, ‘বই নেই এ বিষয়ে আমি আজকে জেনেছি। উপজেলায় খোঁজ নেব।’

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বই পাওয়ার কথা নয়। সব প্রতিষ্ঠানই তো বই পেয়েছে। কেউ তো অভিযোগ করেনি। তারপরও প্রাপ্তি সাপেক্ষে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটা তো হতে পারে না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫