মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরু

১৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৯ PM
ভিডিও থেকে নেওয়া

ভিডিও থেকে নেওয়া © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন প্রিজনভ্যানে করে প্রায় এক বছর ধরে কারাগারে থাকলেও তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির ছিলেন। মামুনের সাক্ষ্যের ভিত্তিতে প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেছে।

এর আগে, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বা…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালা আপনার জামাই হতে চাই’— পুতুলকে দেখার পরই শাশুড়িকে সরাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫