রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আহত খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রী আর নেই

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মারজান রহমান মারা গেছেন। আহত হওয়ার আট সপ্তাহ পর আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারজান খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার মো. মজিবুর রহমান জমাদ্দারের মেয়ে।

জানা গেছে, গত ২৬ অক্টোবর মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়ার পথে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন মারজান। তাৎক্ষণিকভাবে কয়েকজন সহপাঠী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করান। সেখানে ১২ নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন মারজান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

সেখানে চার-পাঁচ দিন চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। গত ২ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারজান। 

এদিকে মারজানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আব্দুল্লাহ আবু সাইদ খান।

তিনি বলেন, ‘মারজান আমাদের অত্যন্ত প্রিয় ও মেধাবী ছাত্রী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

মারজানের সহপাঠী নওশীন ইসলাম আনিশা বলেন, ‘মারজান অত্যন্ত মেধাবী ও মিশুক একজন মানুষ ছিল। সে আমাদের খুব কাছের বন্ধু। তার এমন আকস্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও মর্মাহত।

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫