বাকসু ভবনকে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ঘোষণা বাকৃবির শিক্ষার্থীদের একাংশের

২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ AM
কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার

কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাকসু ভবনে এই ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া জানান, ‘আমিসহ আমার বন্ধুরা মিলে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানারটি লাগিয়েছি।’

ব্যানার লাগানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পাওয়া আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু আমরা সেই গণতান্ত্রিক অধিকার থেকে দীর্ঘ ২৭ বছর ধরে বঞ্চিত। আমরা চাই, ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাক।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা দেশের কোথাও ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। কারণ তারা শিক্ষার্থীদের কার্যক্রমকে ভয় পায়। এখনো নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে যেন বাকসু নির্বাচন না হয়, কারণ এতে তাদের দলীয় আধিপত্য কমে যাবে বলে তারা আশঙ্কা করে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।’

উল্লেখ্য, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি।

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫