সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ এবং এস এম সালমান সাব্বির © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হয়েছে। রাকসুর শীর্ষ তিন পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)। ঘোষিত ফলাফলে এই তিন শীর্ষ পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা রাকসুর নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল থেকে জানা গেছে।
সহসভাপতি (ভিপি)
ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত সম্মলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ৩ হাজার ৩৯৭ ভোট। রাকসুর ইতিহাসে একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খান পেয়েছেন ১ হাজার ৬২১ ভোট। 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' প্যানেলের প্রার্থী মেহেদী মারুফ পেয়েছেন ৫৫৪ ভোট। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব পেয়েছেন ৩২৩ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস)
‘আধিপত্যবাদ বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সাবেক সমন্বয়ক সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৪৬ ভোট। ছাত্রশিবির সমর্থিত স‘ম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট। গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থী মো. কাউসার আহম্মেদ পেয়েছেন ২৯৯ ভোট। অপ্রতিরোধ্য-২৪ প্যানেলের প্রার্থী পরমা পারমিতা পেয়েছেন ২২০ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস)
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭৮ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. সজিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাহ পরান লিখন ১ হাজার ৩৪৫ ভোট। 'রাকসু রেডিক্যাল চেঞ্জ' প্যানেলের প্রার্থী আল-শাহরিয়ার শুভ পেয়েছেন ৯২২ ভোট।