জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন অব্যাহত, ৩ জন অসুস্থ

২৯ মে ২০২৫, ১২:৫০ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনশন © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে (২০২৪-২০২৫ সেশন) অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শতাধিক শিক্ষার্থী। 

গত মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অনশন বুধবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত ৩০ ঘণ্টা অতিক্রম করেছে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

এর আগে প্রথম দফায় ২৪ মে বিকাল ৪টা থেকে শুরু হওয়া অনশন চলে ২৫ ঘণ্টা। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ২৭ মে বিকেলের মধ্যে সার্কুলার প্রকাশের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অনশন স্থগিত করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সার্কুলার না আসায় দ্বিতীয় দফার অনশন শুরু করেন তারা।

এদিকে, বুধবার বিকেল ৫টার দিকে আন্দোলনস্থলে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. লুৎফর রহমান অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি ব্যক্তিগতভাবে তোমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। তোমাদের দাবি যৌক্তিক। তবে জীবন ঝুঁকিপূর্ণ এই আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে অন্য উপায়ে দাবি উপস্থাপন করো।

তবে শিক্ষার্থীরা প্রো-ভিসির আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন, আমরা তৃতীয় বর্ষের সার্কুলার প্রকাশ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো। প্রয়োজনে মৃত্যু হলেও পিছু হটবো না।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রথম দফার অনশনে ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নেন।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫