শাপলা চত্বর ঘটনার নিহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার: আসিফ মাহমুদ

১২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ AM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের পরিবারকে সরকারি সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘হেফাজতে ইসলামের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ প্রথমবারের মতো শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবারগুলো সরকারি সহায়তা পেতে যাচ্ছে।’

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসছে

তিনি আরও বলেন, ‘গত ১২ বছরে এসব পরিবার কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি। হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে অর্থবহ ও কার্যকর সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি।’

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০২৫ সালের ৫ মে এক বিবৃতিতে জানায়, শাপলা চত্বরে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় তারা শনাক্ত করেছে। সংগঠনটি জানায়, এটি একটি প্রাথমিক বা খসড়া তালিকা।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতা সহ ১৩ দফা দাবিতে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে বিপুল সংখ্যক কওমি আলেম, শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। রাত গভীর হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সমাবেশ তুলে দেয়। সে সময় ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়। হেফাজতে ইসলামের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন।

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫