যানজটে আটকা গাড়ি, বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে সড়ক পরিদর্শনে পৌঁছালেন উপদেষ্টা

০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৩ PM
বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে সড়ক পরিদর্শনে পৌঁছালেন উপদেষ্টা

বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে সড়ক পরিদর্শনে পৌঁছালেন উপদেষ্টা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত সড়কের দৈর্ঘ্য মাত্র ১২ কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় যেকোনো যানবাহনে এ পথ পাড়ি দিতে সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। তবে গত কয়েক মাস ধরে সড়কের বেহাল দশার কারণে সেই পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এবার সেই দুর্ভোগের সরাসরি শিকার হলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দেন উপদেষ্টা। তবে বাহাদুরপুর এলাকায় পৌঁছেই তিনি ভয়াবহ যানজটে আটকা পড়েন। মাত্র ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। শেষ পর্যন্ত তিনি গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চড়ে দুপুর একটার দিকে সরাইল পৌঁছান এবং সেখানে ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এর আগে তিনি ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ হয়ে সরাইল যাওয়ার পথে যানজটে পড়েন তিনি।

বুধবার সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। হাইওয়ে পুলিশের দাবি, সড়কের এক পাশে চলমান সংস্কারকাজ এবং খানাখন্দে মালবাহী ট্রাক আটকে পড়ায় এই দুর্ভোগ দেখা দিয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক চারলেন করার কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর মধ্যে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে অসংখ্য গর্ত এবং ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহনগুলোকে এই সংক্ষিপ্ত অংশ পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।

উপদেষ্টা ফওজুল কবির খানের পরিদর্শনকে ঘিরে গত রোববার থেকে আশুগঞ্জ-সরাইল সড়কে খানাখন্দ ভরাটের কাজ শুরু হলেও, এক পাশ বন্ধ রেখে সংস্কারকাজ চলার ফলে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে রওনা দিলে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইলে পৌঁছে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।’

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫