এনবিআর ভেঙে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

১৮ মে ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের জন্য জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ এই রিট আবেদনটি করেন। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, অধ্যাদেশটি কেন সংবিধান পরিপন্থী ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। সেইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।

আইনজীবী জুয়েল আজাদ বলেন, ‘এনবিআর একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছিল। প্রয়োজনে এর ভেতরে সংস্কার এনে দক্ষতা বৃদ্ধি করা যেত। কিন্তু এ ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করা হয়নি। এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠন করার সিদ্ধান্তটি গণতান্ত্রিক ও সংবিধানসম্মত নয়।’

রিটে আরও বলা হয়েছে, সংসদীয় প্রক্রিয়া না মেনে শুধুমাত্র অধ্যাদেশ জারি করে একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা সংবিধানের দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। আদালত রুল জারি করলে বিষয়টি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতায় আসবে এবং গঠিত নতুন বিভাগগুলোর আইনি ভিত্তি নির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার এক অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনের ঘোষণা দেয়।

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫