ফিনালিসিমায় আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের ভেন্যু ও তারিখ চূড়ান্ত

১৩ অক্টোবর ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৪ AM
লামিন ইয়ামাল-লিও মেসি

লামিন ইয়ামাল-লিও মেসি © সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর চূড়ান্ত হয়েছে ফিনালিসিমার সময়সূচি ও ভেন্যু। স্প্যানিশ দৈনিক মার্কা-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

ফুটবলবিশ্বে এই ম্যাচ ঘিরে রয়েছে তুমুল উন্মাদনা। লিও মেসির আর্জেন্টিনার বিপক্ষে ইউরো সেরা স্পেন কেমন করে সেটা দেখার জন্য মুখিয়ে বিশ্ব। তাই বিশ্বকাপের মাত্র তিন মাস আগে হওয়া এই ম্যাচের ওপর বিশেষ নজর থাকবে ফুটবল বিশ্বের।  

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার সুখ স্মৃতি রয়েছে। এই স্টেডিয়ামে ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় ছিল ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম, সৌদি আরবের রিয়াদ এবং উরুগুয়ের মন্টেভিডিও। তবে শেষ পর্যন্ত আয়োজকদের পছন্দ কাতারের লুসাইলই।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে । অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে সাম্প্রতিক জয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। 

এই ম্যাচ ঘিরে আরও উত্তেজনার কারণ, এটি হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই প্রতিভাবান খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার বিরল সুযোগ। আর্জেন্টিনার হয়ে খেলবেন কিংবদন্তি লিওনেল মেসি, আর স্পেনের হয়ে মাঠে দেখা যেতে পারে তার সম্ভাব্য উত্তরসূরী, বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। দুই মহাতারকাকে এক মাঠে দেখার সুযোগে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

উল্লেখ্য, ফিনালিসিমা মূলত পুরনো আর্তেমিও ফ্রাঞ্চি কাপের আধুনিক রূপ, যা প্রথমবার অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে এবং এরপর ১৯৯৩ সালে। ওইবার শিরোপা জিতেছিলেন দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। দীর্ঘদিন পর ২০২২ সালে ফিনালিসিমা ফিরিয়ে আনা হয়, যেখানে লিওনেল মেসির নেতৃত্বে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আবারও শিরোপা জেতে আর্জেন্টিনা।

 

 

 

 

 

 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫