১৪ বছর পর ভারতে আসছেন মেসি, খেলবেন ক্রিকেট ম্যাচ

০৩ অক্টোবর ২০২৫, ১২:১২ AM
ফুটবল জাদুকর লিওনেল মেসি

ফুটবল জাদুকর লিওনেল মেসি © সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরে তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি—এই চারটি শহর ভ্রমণ করবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ এবং মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেন মেসি। বিবৃতিতে তিনি বলেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম, তা এখনও মনে আছে। আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে অধীর আগ্রহী।’

সফরের সবচেয়ে আলোচিত ঘটনা হতে যাচ্ছে মেসির ২২ গজের মাঠে ক্রিকেট খেলা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত একটি ৭-এ-সাইড প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেবেন লিওনেল মেসি। এই ম্যাচে তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকারা।

মেসির এই সফর নিয়ে এরই মধ্যে উচ্ছ্বাসে মেতেছে ভারতের ফুটবল ও ক্রিকেটপ্রেমী জনতা। ১৪ বছর আগে ২০০১ সালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির খেলা দেখেছিল ভারতীয় দর্শক। এবার আরও বিস্তৃত পরিসরে তার আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা প্রস্তুতি।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫