১৮ তলা থেকে লাফিয়ে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীর আত্মহত্যা

১৬ জানুয়ারি ২০২১, ০৯:১১ AM

© প্রতীকী ছবি

রাজধানীতে একটি ১৯ তলা ভবনের ১৮ তলা থেকে লাফিয়ে আসিফুল হক বিজয় নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর খিলজি রোডে এ ঘটনা ঘটে। 

নিহত বিজয় ‘এ’ লেভেল পাস করার পর আর পড়াশোনা করছেন না বলে জানিয়েছেন স্বজনরা। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, বিজয় তার মায়ের সঙ্গে মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাবা নাম মৃত আব্দুর রহমান। শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামলী খিলজি রোড এলাকার একটি ১৯ তলা ভবনের ১৮ তলা থেকে তিনি পড়ে মারা যান। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করতে পারেন।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫