সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাতে মূল হোতা ছিলেন ঢাবির সাবেক ছাত্রদল নেতা

৩১ অক্টোবর ২০২৫, ০২:৩৮ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩৯ AM
অর্থ আত্মসাৎ মামলার আসামী ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ এলাহী

অর্থ আত্মসাৎ মামলার আসামী ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ এলাহী © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে এক গ্রাহকের সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন— মো. আরিফুর রহমান, মোহাম্মদ মারুফ এলাহী, আল আমিন এবং মহিউদ্দিন আহমেদ। তাদের মধ্যে আরিফুর রহমানকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তে জানা গেছে, চক্রটির মূল হোতা মোহাম্মদ মারুফ এলাহী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ২০০৭–০৮ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদলের বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন। এর আগে তিনি ঢাবি শাখা কমিটিরই যুগ্ম সাধারণ সম্পাদক এবং অমর একুশে হল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুরে, বর্তমানে তিনি ঢাকার তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বসবাস করেন।

আরও পড়ুন: আমরা ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন চাই : শিবির সভাপতি

মামলার নথি অনুযায়ী জানা যায়, জালিয়াতির মাধ্যমে মারুফ এলাহীর ডাচ্–বাংলা ব্যাংকের কাওরানবাজার শাখায় দুটি সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা স্থানান্তর করা হয়। তবে টাকা উত্তোলনের আগেই কেন্দ্রীয় ব্যাংক লেনদেনটি আটকে দেয়।

অন্যদিকে, মহা-হিসাব নিরীক্ষণ কার্যালয়ের কর্মকর্তা এসএম রেজভীর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ভেঙে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের রানীগঞ্জ উপশাখার মো. আরিফুর রহমানের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। পরে টাকা জমার পর ঢাকার দুটি শাখা থেকে নগদে তা উত্তোলন করা হয়।

তদন্তে আরও জানা যায়, আরিফুর রহমানের ব্যাংক লেনদেন সীমা ছিল ২ লাখ টাকা, কিন্তু জালিয়াতির মাধ্যমে তা ১০ লাখ টাকায় বাড়ানো হয়, যাতে সহজে অর্থ তুলে নেওয়া যায়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫