বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ, মোস্তাফিজের বদলে কে খেলবেন?

১৯ মে ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে দুই অধিনায়ক

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে দুই অধিনায়ক © সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানের  শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সোমবার (১৯ মে) রাত ৯টায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

আজ বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত, কেননা পেসার মোস্তাফিজুর রহমান গিয়েছেন আইপিএল খেলতে। তার জায়গায় দ্রুতগতির পেসার নাহিদ রানার খেলার সম্ভাবনা আছে। এছাড়াও প্রথম ম্যাচে তেমন ভালো করেননি অফস্পিনার মেহেদি হাসান, তার জায়গায় একাদশে ফিরতে পারেন লেগস্পিনার রিশাদ হোসেন।

আরও পড়ুন: বাংলাদেশের পাকিস্তান সফর প্রসঙ্গে যে পরামর্শ সরকারের

সিরিজের দ্বিতীয় ম্যাচই বাংলাদেশ চাইবে ম্যাচ জিতে আজ সিরিজ নিশ্চিত করতে। অন্যদিকে স্বাগতিক সংযুক্ত আমিরাত চাচ্ছে দারুণ একটি কামব্যাকের মধ্য দিয়ে সিরিজ বাঁচাতে এবং সমতায় ফিরতে।  জানা গেছে, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচের সিরিজে রূপান্তরিত করা হয়েছে। যার ফলে ৩ ম্যাচ সিরিজের জমজমাট লড়াই আশা করছে দুই দলই। 

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের কষ্টার্জিত জয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতলেও দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না অধিনায়ক লিটন দাস। তার মতে শেষ দিকে ব্যাটাররা পর্যাপ্ত রান নিতে পারেনি। অবশ্য স্কোর বোর্ড তার কথার সাথে একাত্মতাই প্রকাশ করে। পারভেজ হোসেন ইমনের ৫৪ বলে ১০০ রানের ক্যামিও ইনিংসের দিনে বাকিরা সবাই মিলে করেছিলেন ৯১। আর বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১৯১ রানের। তবে বোলার বিশেষ করে পেসারদের দাপুটে পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫