নওগাঁয় মাদরাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

১৭ অক্টোবর ২০২৫, ০৬:০০ PM
ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসায় স্থানীয়দের ভিড়

ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসায় স্থানীয়দের ভিড় © টিডিসি

নওগাঁয় আব্দুর রহিম বাদশা (১১) নামের এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম বাদশা সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

শিক্ষক আব্দুল মাজেদ বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তাহাজ্জুত নামাজের জন্য ঘুম থেকে উঠে মাদরাসর মাঠে বারান্দার নিচে আব্দুর রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদরাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। দীর্ঘ সময় রহিমকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যায় না। পরে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে।’

নওগাঁ সদর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫