ভাঙ্গুড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ PM
মানববন্ধনে শিক্ষকরা

মানববন্ধনে শিক্ষকরা © টিডিসি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষন করে পাবনার ভাঙ্গুড়ায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মসূচি পালনর করেন।

উপজেলার সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক ও জামায়াত নেতা মাওলানা আলী আজগর, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন অতি দ্রুত জারি করতে হবে। সরকার এ বেসরকারি শিক্ষকদের  দাবির প্রতি অতি দ্রুত সমর্থন জানানোর আহ্বান জানান।

ময়মনসিংহের ১১ আসনের ৯ টিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস দখল করে বসবাসের অভিযোগ মাদ্রাসা সুপা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মোট মনোনয়নপত্র দাখিল ২৫৮২টি, কোন বিভাগে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আর শোনা যাবে না আবু ওবায়দার ভাষণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে সাড়ে তিনঘন্টা অফিস করে মাকে দেখতে এভারকেয়ারে তারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫