সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, ২০ ঘণ্টা পরে মায়ের দাফন

১২ অক্টোবর ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৫৭ AM
সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মায়ের মরদেহ প্রায় ২০ ঘণ্টা দাফন ছাড়াই পড়ে থাকার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ ঘটনা ঘটে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে।

মারা যাওয়া নারী আমেনা বেগম (৬৫) ছিলেন মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। তিনি বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার মেয়ের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার মরদেহ স্বামীর বাড়িতে দাফনের উদ্দেশ্যে আনা হয়।

আরও পড়ুন: কর্মবিরতি: কেউ বাসে, কেউ লঞ্চে— ঢাকায় আসছেন শিক্ষকরা

তবে তখনই শুরু হয় দুই ছেলের মধ্যে উত্তেজনা। অভিযোগ উঠেছে, মৃত্যুর আগে আমেনা বেগম তার মালিকানাধীন প্রায় ১২ শতক জমির বড় একটি অংশ ছোট ছেলে সাইফুল্লাহর নামে রেজিস্ট্রি করে দেন। এতে অসন্তুষ্ট হয়ে ওঠেন বড় ছেলে নজিব উল্ল্যাহ। মায়ের মরদেহ বাড়িতে এনে রাখা অবস্থাতেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার হস্তক্ষেপে উভয়পক্ষের মধ্যে আপাত সমঝোতা প্রতিষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আমেনা বেগমকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করছি। পারিবারিক সমঝোতায় মরদেহ দাফন করা সম্ভব হয়েছে। স্থানীয়দের মাধ্যমে পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।’

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায় ২০২৫: মবে শুরু, গুলিতে শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫