বরগুনায় এক দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ PM
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © টিডিসি

বরগুনার পাথরঘাটায় এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৪।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস অপূর্ব এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার হাসান (২৫), কাকচিড়ার সিদ্দিক মোল্লা (৪৫) এবং সদর ইউনিয়নের নুরজাহান বেগম (৭৫)।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৩, বেতাগীতে ৭, বামনায় ৫, তালতলীতে ১ এবং পাথরঘাটায় ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় ১৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯১, আমতলী ৩, বেতাগী ৮, বামনা ১২, পাথরঘাটা ১১ এবং তালতলী ১০ জন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা উপজেলাভিত্তিকভাবে বরগুনা সদর ৫,৬৩৭, পাথরঘাটা ৫৮৭, বামনা ৩০৪, বেতাগী ১৪৫, তালতলী ১৬২ এবং আমতলী ৮৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর, ১১ জন পাথরঘাটা এবং ৫ জন বেতাগীতে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫