বরগুনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

২৪ জুন ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ড যেন এখন ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়ে কানায় কানায় পূর্ণ। হাসপাতালের বিছানা, করিডোর—সব জায়গাতেই কেবল জ্বরাক্রান্ত রোগীদের আহাজারি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা এক দিনে সর্বোচ্চ।

বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮০ জন। জেলার অন্যান্য হাসপাতালেও নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন—আমতলীতে ১, বেতাগীতে ২, বামনায় ৬ ও পাথরঘাটায় ৪ জন। বর্তমানে জেলার ২৪২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি বছর বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ২ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ২ হাজার ২৫৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিরুপম দাস বলেন, ‘বৃষ্টি হচ্ছে, পানি জমছে, আবার এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। যতক্ষণ না জনসচেতনতা বাড়ছে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।’

আরও পড়ুন: ধর্ষণের দায়ে অভিযুক্ত শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হলে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।

ডেঙ্গু এখন আর শুধু একটি রোগ নয়, এটি এক ভয়াবহ সংকট। আর এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫