শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে পুশইন

১৬ আগস্ট ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
পুশইন করা তিনজন

পুশইন করা তিনজন © টিডিসি

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক ও একজন ভারতীয়।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে ।

আটক ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের দুই ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

পুলিশ জানায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা টহলকালে সীমান্তবর্তী নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা জানান, ভারতের মোস্তফাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: যবিপ্রবিতে শাস্তিমূলক ব্যবস্থা: ৫ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৮ শিক্ষার্থী বহিষ্কার

শাহিন শেখ বলেন, তিনি ও তার ভাই দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। চলতি মাসের ৫ আগস্ট হরিয়ানার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। কয়েক দিন বিএসএফ ক্যাম্পে রাখার পর শুক্রবার রাতে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। এ সময় ক্যাম্পেই ভারতীয় নাগরিক আনোয়ারের সঙ্গে তাদের পরিচয় হয়।

শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে পুশইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫