নেত্রকোনা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করল বিএসএফ

১০ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৮:৪৯ PM
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ © টিডিসি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুজন পুরুষ রয়েছেন। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার(১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

কমান্ডার শহীদুল ইসলাম বলেন, বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আটক করা হয়। পরে জেলা পরিষদের বাংলোতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি বলেন, আটকরা গত এক সপ্তাহ থেকে সাত বছরের মধ্যে দিল্লিতে কাজের জন্য যান। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্র করে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসাম নেওয়া হয়। পরে বিএসএফ তাদের ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে।

আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে  বলে জানান বিজিবির কর্মকর্তা শহীদুল ইসলাম। 

দূর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন  বিজিবি পুশইন করা ২১ জনকে আমাদের থানায় হস্তান্তর করেছেন। তাদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫