‘বইয়ের ব্যবসা বলে আর কিছু নেই’, ক্ষোভ জানালেন মঈনুল আহসান সাবের

২২ আগস্ট ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
মঈনুল আহসান সাবের

মঈনুল আহসান সাবের © সংগৃহীত

কথাসাহিত্যিক ও প্রকাশনী সংস্থা দিব্য প্রকাশের প্রধান মঈনুল আহসান সাবের সম্প্রতি ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি প্রকাশনা জগতের বর্তমান সংকট, ব্যক্তিগত চাপ ও হতাশার কথা তুলে ধরেন। তার এই পোস্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের লেখেন, “চাপ আর নিতে পারছি না। যে পত্রিকায় চাকরি করতাম, সেটা বন্ধ হয়ে গেছে ১১ বছর আগে। তখন ভাবলাম, বইয়ের ব্যবসা যেটা শুরু করেছিলাম, সেদিকে পুরো নজর দিই। যদিও জানতাম, ব্যবসায় যা যা দরকার আর যা যা করতে হয় তার কতটুকু আমার আছে আর কতটুকু আমি পারব! ফলে ব্যবসার পাশাপাশি আবার  চাকরির অপেক্ষা আর আশা যে করি নি, তা নয়। হয় নি, জোটে নি। সবার জোটে না। সবার হয় না। ভার্সিটিতে আমাদের এক ব্যাচমেট মাস তিনেক আগে মারা গেছেন। অবস্থাপন্ন ঘরের ছেলে ছিলেন। মারা যাচ্ছেন, তিনি জানতেন। দিন পনের আগে তিনি তার এক বন্ধুকে বলেছিলেন, কী এক জীবন পার করলাম রে! জীবনে যা-ই ধরলাম, তা-ই ছাই হয়ে গেল! চাকরি নেই, ব্যবসা অগোছালো, আমি মাঝেমাঝে ছাইও দেখি না।” 

প্রকাশনী ব্যবসার দুর্দিন জানিয়ে তিনি লিখেছেন, “গত বছরের জুলাই থেকে বইয়ের ব্যবসা বলে আর কিছু নেই। সবাই, যারা ক্রেতা আর কি, তাদের হাতে হয় পয়সা নেই কিংবা তারা অন্যকিছু নিয়ে ব্যস্ত। এখন এদেশে কতকিছু নিয়ে মানুষের ব্যস্ততা! তা, তা হলে আমরা, অধিকাংশ প্রকাশকরা কী করি! যারা মুজিব কর্নারে আর বিভিন্ন গোপন প্রজেক্টে বই বিক্রি করে জীবনের বাদবাকি সময়ের কামানো কামিয়ে নিয়েছেন, তাদের কথা বাদ। কথা শুধু আমাদের , যারা টিমটিম করে টিকে আছি। ব্যবসা থেকে আয় হচ্ছে, আমার যা প্রয়োজন তার চারভাগের একভাগ। এই একভাগ নিয়ে আর এগনো যাচ্ছে না। কতজন কতরকম চাকরিতে ঢুকে গেছেন। হাসিহাসি মুখে অফিস করছেন, কিংবা করছেন না। নিশ্চয় তারা আমার চেয়ে যোগ্য। আমি মফিজই যোগ্য হয়ে উঠতে পারি নি। তবে এও ঠিক, একবছর ধরে এই চাপ আর নেয়া যাচ্ছে না। ফেইসবুকে এসে হাসাহাসিও আর আনন্দ দিচ্ছে না। অনেকটাই যেন ট্রমার মধ্যে আছি। এই অবস্থা দূর না হওয়া পর্যন্ত ফেইসবুক থেকে দূরে থাকি। নিজের গ্লানির কাছে থাকি।”

কথাসাহিত্যিক ও প্রকাশক মঈনুল আহসান সাবেরের খোলামেলা স্বীকারোক্তি ও হতাশার বর্ণনা ফেসবুকে অনেকে শেয়ার করেছেন। অনেকে সহমর্মিতা জানিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ প্রকাশনা শিল্পের এই কঠিন বাস্তবতার প্রতি আলোকপাত করেছেন।

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫