চবিতে ভর্তি আবেদনের সুযোগ আর দুই দিন, আবেদন ছাড়াল দেড় লাখের বেশি

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ আর মাত্র দুই দিন। সময়সীমা ঘনিয়ে আসায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে তৎপরতা, ইতোমধ্যে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার।

আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব এস এম  আকবর হোছাইন। 

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৬৩ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪৮ হাজার ৫৫৫৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ১২ হাজার ২৫৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৩৬ হাজার ৫০০ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৪৭টি, বি-২ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ৩ হাজার ৪৯টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৮৩৮টি।

এবারের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী তিন বিভাগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি, বি-১ ৭জানুয়ারি এবং বি-২ ৮ জানুয়ারি চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫