যে স্কুলে গত বছর সবাই ফেল করেছিল, এবার সেখানে সবাই পাস

১১ জুলাই ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:১০ PM
চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়

চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয় © সংগৃহীত

গত বছর এসএসসিতে শতভাগ শিক্ষার্থী ফেল করে আলোচনায় এসেছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। তবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দৃশ্যপট পাল্টে গেছে এবার সবাই পাস করেছে। বিদ্যালয়ের একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসী।

জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে আটজন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয়জন বিজ্ঞান বিভাগ ও দুজন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, গতবারের ফলাফল আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কঠোর পরিশ্রম করেছে। মহান আল্লাহর রহমতে এবার শতভাগ পাসের সঙ্গে একটি জিপিএ-৫ও অর্জন করতে পেরেছি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, গত বছর বিদ্যালয়টির হতাশাজনক ফলাফলের পর আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছিলাম। তারা আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেছেন। এজন্য আমি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এর আগে, ২০২৪ সালে একই বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বুধবার যাত্রীদের জন্য থাকবে মেট্রোরেলের বিশেষ সার্ভিস
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মেয়েদের উপবৃত্তি দেওয়া শুরু করেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত ২৮ দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর
  • ৩০ ডিসেম্বর ২০২৫