রাবিতে ইচ্ছাকৃত ফেল করানোর অভিযোগে আন্দোলন, ভবনে তালা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৩:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২২, ০৩:৫০ PM
পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানোর অভিযোগ তুলে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২৮ আগস্ট) সকালে চারুকলা ভবনের গেটে তালা দিয়ে ফলাফল পুর্নমূল্যায়নের দাবিতে এ আন্দোলন করেন তারা।
জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য পাঁচজন হলেন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্রাহাম হাজদা খোকন, তাসনিয়া রহমান রিন্থি, মেহেদী হাসান পুলক, উইলিয়াম ও শাফিন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকেরা স্বেচ্ছাচারিতা ও ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের পাঁচ শিক্ষার্থীকে ফেল করিয়েছেন। তাই তাদের খাতা পুর্নমূল্যায়ন করে সঠিক ফলাফল প্রদান করা হোক।
আরও পড়ুনঃ মৃত্যুর আগে উচ্চশিক্ষাই শেষ স্বপ্ন, সহায়তা পেলে বেসরকারিতে ভর্তি হবেন বেলায়েত
অকৃতকার্য শিক্ষার্থী শাফিন বলেন, তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় শিক্ষকরা নিজেদের মনমত ফলাফল দিয়ে ফেল করিয়েছেন। অথচ আমাদের ফেল করার কথাই না। এবিষয়ে আমরা স্যারদের কাছে গিয়েছি, কিন্তু কোন লাভ হয়নি। কোন পদক্ষেপ না নিয়ে উল্টো এই ফলাফল মেনে নিতে বলায় আমরা আন্দোলনে নেমেছি।
ফলাফল পুর্নমূল্যায়নের দাবি জানিয়ে ইসরাত হুমাইরা রাত্রি বলেন, আমাদের আন্দোলন ফলাফল পুর্নমূল্যায়নের দাবিতে। পাঁচজন শিক্ষার্থীকে কেন ফেল করানো হলো এ বিষয়টা জানতে চাই। বিষয়টির স্পষ্ট জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান এ শিক্ষার্থী।
এ বিষয়ে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএম এম নূরল মোদ্দাসের বলেন, 'শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একাডেমিকভাবে জরুরী সভা করেছি। বিষয়টি পরীক্ষা কমিটির পুনরায় করে খতিয়ে দেখতে বলা হয়েছে। অভিযোগটি আমরা গুরুত্ব সহকারে দেখছি বলে জনান সভাপতি।