চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত, ৭২ ঘণ্টার আলটিমেটাম

ক্যাম্পাসে প্রতিবাদ
ক্যাম্পাসে প্রতিবাদ  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের চলমান অবরোধ স্থগিত করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-গ্রুপ ‘ভিএক্স’। বুধবার (১ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীদের আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, মূল অভিযুক্ত মো. হানিফকে হেফাজতে নিয়েছে হাটহাজারী থানা পুলিশ। বাকিদের শনাক্তের প্রক্রিয়া চলমান।

এর আগে বুধবার (৩১ মে) দিনগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাজারগেট এলাকায় অতর্কিত হামলার শিকার হন উপ-গ্রুপ ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করে ছাত্রলীগের উপ-গ্রুপটি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ