তেজগাঁও মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৬ PM

“নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদ্যাপন করেছে তেজগাঁও মহিলা কলেজ। সোমবার (১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ফুটে ওঠে গ্রামবাংলার ঐতিহ্য, কৃষক-কৃষানির জীবনচিত্র এবং লোকজ সংস্কৃতির মনোমুগ্ধকর উপস্থাপনা। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা নানা ব্যানার, ফেস্টুন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন প্রগতিশীল চিন্তা ও বাংলা সংস্কৃতির সমৃদ্ধ রূপ।
আয়োজন ছিল ঢাক-ঢোলের তালে বর্ণিল শোভাযাত্রা, বৈশাখী মেলা, পান্তা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সবার জন্য উন্মুক্ত পান্তা উৎসব অনুষ্ঠানের ছিল অন্যতম আকর্ষণ, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি ও সাবেক শিক্ষা সচিব জনাব মো. ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. নওসের আলী।